প্রদীপ ও লিয়াকতের কাশিমপুর কারাগারে ঠাঁয় হল

 

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

প্রদীপ ও লিয়াকতের কাশিমপুর কারাগারে ঠাঁয় হল

কারাগার কর্তৃপক্ষ জানান, বুধবার আনুমানিক রাত ৮টার দিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই দুজনকে কারাগারে আনা হয়। মামলায় মৃত্যুদণ্ডের রায় দেয়ার পর তাদরকে প্রথমে কক্সবাজার কারাগারে এবং পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

পরে বুধবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

 

উল্লেখ্য, গত ৩১শে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মেজর (অব.) সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই রায়ে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

বাকি সাত আসামিকে খালাস দেয়া হয়। তারা হলেন এপিবিএনের এসআই শাহজাহান আলী, কনস্টেবল মো. রাজীব, মো. আব্দুল্লাহ, পুলিশের কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন, লিটন মিয়া ও আব্দুল্লাহ আল মামুন।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *