পুরুষ নির্যাতন
উইলিয়াম (আল আমিন), বাবুখাঁ, রংপুর।
নির্যাতিত হয়ে আমি বড় অসহায়
তিলে তিলে ক্ষয়ে, কেহ বলার নয়।
যৌথ পরিবারে মোর জন্ম হয়েছিল বলে,
দায়িত্ব–কর্তব্য বেড়ে গিয়েছিল।
উচছৃংখলতা, বিলাসিতায় দিক ভ্রান্ত করে,
শান্তির সংসারে দাউ দাউ করে আগুনে পুড়ে।
যৌথ পরিবারে নিয়ম নীতি মেনে চলা বড় কষ্টের হয়,
দিনে দিনে নির্যাতনের পরিমাণ বেড়ে যায়।
কোন পথ বেঁচে নিব ? কোথায় যাব আমি?
বলে দাও, বলে দাও তুমি ?
প্রবাস জীবন বড়ই কষ্টের হয়,
জন্মভুমিতে বড় আশা নিয়ে আমি বড় অসহায়।
সুন্দর জীবনের স্বপ্ন, কল্পনায় চেয়েছি,
নিরুপায়ে আতœহত্যার পথ বেঁচে নিয়েছি।
স্নেহ– আদরের সন্তানদের কথা বড়ই মনে পড়ে,
তারা যে কাকে দায়ী করে!
জগতে আবার আসিতে পারিবে!
তোমরা কি,আমাকে স্বরণ রাখিবে?
আমি তো পিপাসু নই,
তবুও সমাজে কেন আমি অসহায়?
সামাজিক জাগরনে মুক্তি হতে পারে,
এতো আধুনিক সমাজ, পুরুষদের দায়ী করে।
সমাজ সংসারে আমি বড় নিরুপায়,
সামান্য ছাড়, তবে বের হবে নতুন উপায়।
সমাজে উচুঁ নিচু থাকবে বলে তুমি
অর্থ আভিজাত্য নেই বলে আমি।
নিরুপায়ে অসহায়ে কাটাতে হয়,
দিনে দিনে নির্যাতনের মাত্রাও বেড়ে যায়।
পরিত্রাণ পাব না, পাব না–
কষ্ট যে, গুমরে মরে তোমরা কি জানোনা!
আমি বড় অসহায়, আমি বড় অসহায়,
তিলে তিলে ক্ষয়ে, কেহ বলার নয়।