শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
পুতিন জানান, ম্যাক্রোঁর কিছু কিছু প্রস্তাব বাস্তবসম্মত। তবে এদিনও ন্যাটোর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ম্যাক্রোঁ জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠক শান্তিপূর্ণ আলোচনার রাস্তা খুলে দিয়েছে। পুতিনও যুদ্ধের বিরুদ্ধে। আলোচনার মাধ্যমে যাতে যুদ্ধের সম্ভাবনা বন্ধ করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে। সীমান্তে উত্তেজনা কমানোর প্রস্তাবে সায় দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
একই সঙ্গে ম্যাক্রোঁ আরও জানান, সব বিষয়ে পুতিনের সঙ্গে তিনি সহমত হননি। ন্যাটোর অবস্থানও পুতিনের কাছে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। ম্যাক্রোঁর বেশ কিছু প্রস্তাব বাস্তবসম্মত। রাশিয়া যুদ্ধের বিরোধী। ফলে উত্তেজনা কমানোর জন্য আরও আলোচনায় রাজি ক্রেমলিন। কিন্তু কয়েকটি বিষয় ন্যাটোকে মাথায় রাখতে হবে। ইউক্রেন যদি এই সুযোগে ক্রিমিয়া দখলের চেষ্টা করে তাহলে রাশিয়ার সামনে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
পুতিনের অভিযোগ, ন্যাটো ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে বারবার চাপ দেওয়ার চেষ্টা করছে। তারা একবারও বলছে না, রাশিয়া আত্মরক্ষার জন্য নিজের দেশের ভেতর সেনা সমাবেশ করেছে। অন্য দেশে নয়। উল্টোদিকে ন্যাটো রাশিয়ার সীমান্ত জুড়ে একাধিক দেশে সেনা সমাবেশ ঘটিয়েছে। এ নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই।
তিনি আরও অভিযোগ করেন, গোটা ঘটনায় রাশিয়াকে ভিলেন প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। রাশিয়া যা মেনে নেবে না।
পুতিন বলেন, ন্যাটো একটি ডিফেন্স ফোর্স। আগ্রাসনের কোনো অধিকার তাদের নেই। কিন্তু বাস্তবে তারা যা করছে, তা রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন ছাড়া আর কিছু নয়। এদিন ফের রাশিয়া জানিয়েছে, আলোচনার রাস্তা খুলতে হলে তাদের স্বার্থের দিকটিও সকলকে মাথায় রাখতে হবে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।
সূত্র: ডয়েচে ভেলে