শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট
ম্যাক্রোঁ জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছেন। কারণ জেলেনস্কি বারবার কল করেও পুতিনকে পাচ্ছেন না।
বোমাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর গতকাল দেশটির বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় ইউক্রেনের ১৩৭ জন মারা গেছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলার জন্য পুতিন অনুরোধ জানাতেও ফোনটি করেছিলাম।’
সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার পুতিনকে ফোন করা একমাত্র পশ্চিমা নেতা ম্যাক্রোঁ। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে হবে।
এ ব্যাপারে শুক্রবার সাংবাদিকদের ম্যাক্রোঁ বলেন, ‘নিন্দা জানানো, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আলোচনার পথ আমাদের খোলা রাখতে হবে, যেন শর্তগুলো পূরণ করা যায়, যাতে আমরা সংঘাত থামাতে পারি।’
এখন পর্যন্ত পুতিনকে একমাত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ জানিয়েছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্য কোন দেশ রাশিয়াকে যুদ্ধ থামানোর ব্যাপারে কার্যকরী কোন উদ্যোগ নেয়নি।
শুক্রবার রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ থামাতে পুতিনকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামিট শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বিবিসির খবরে এ কথা উঠে এসেছে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।