পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজ ডেক্সঃ রংপুরের কাউনিয়ায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে শিশু হোসাইন মিয়ার (৪) পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গঙ্গানারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন মিয়া গঙ্গানারায়ণ গ্রামের জোবাইদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিরুল ইসলাম পলাশ জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল।
বল খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তখন সে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন।
পরে বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ হোসেন শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।