পাটগ্রামে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ১ (এক)

পাটগ্রামে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার ১ (এক)

হালিম শেখ,বিশেষ প্রতিনিধি: শীর্ষ নিউজ ২৪.কম

অদ্য তারিখ ০২/০৮/২০২৩ খ্রি: পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল সহ মোটরসাইকেল চোর চক্রের ০১(এক) জনকে গ্রেফতার করা হয়। তারিখ ০১/০৮/২০২৩ খ্রি: সময় রাত্রি অনুমান ৮.৪০ হতে ৯.১৫ ঘটিকার মধ্যে পাটগ্রাম থানাধীন খেংটী মসজিদে নামাজ আদায় করতে আসা জনৈক তানিম আলম (৩৮)নামক একজন

ব্যক্তির নীল রঙের ১৬০ সিসি Apache RTR মোটরসাইকেল খেংটী মসজিদ চত্বর হতে হারিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে ০২/০৮/২০২৩ খ্রি: সকালে তিনি পাটগ্রাম থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে এস আই বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার এএসআই মিনহাজুল হক ও ফোর্সের সহযোগিতায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অতিদ্রুত উক্ত মোটরসাইকেল চুরির সাথে সংশ্লিষ্ট

চোরদের শনাক্ত করেন এবং মোঃ ফারুক হোসেন (৩৮),পিতা- মোঃ জনাব আলী, সাং- ধারাকান্ত,থানা -পাটগ্রাম, জেলা-লালমনিরহাট নামক একজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটরসাইকেলটি ০২/০৮/২০২৩ খ্রি: দুপুর অনুমান ১.১০ ঘটিকায় পাটগ্রাম থানাধীন পূর্ব জগতবেড় গ্রামস্থ মোঃ মেহেদী হাসান মোহন (২২),পিতা-মৃত নুরুজ্জামান এর বসত বাড়ীর ভেতর হতে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ।বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। উক্ত চুরির সাথে সংশ্লিষ্ট বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পাটগ্রাম থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *