পাঁচ হাজারি ক্লাবে তামিম ইকবাল

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে রান সংগ্রাহক তালিকায় সেরা পাঁচে মুশফিক-তামিমের পর আছেন সাকিব আল হাসান, মুমিনুল হক আর হাবিবুল বাশার। সাকিবের রান ৬২ টেস্টে ৪১১৩, মুমিনুলের ৫৪ টেস্টে ৩৫২৫ আর বাশারের ৫০ টেস্টে রান ৩০২৬।

বৃহস্পতিবার(১৬ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

 

অ্যান্টিগা টেস্টের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চোখে মুখে অন্ধকার দেখছে সাকিববাহিনী। এই যখন অবস্থা তখন অপর প্রান্তে অবিচল ওপেনার তামিম ইকবাল। এরই মধ্যে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে কেমার রোচকে মিডউইকেটে ফ্লিক করে তিন রান নেন তামিম। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেলেন মাইলফলক।

 

তবে ইনিংসের হিসেবে তামিমই এই তালিকায় দ্রুততম বাংলাদেশি। পাঁচ হাজার রান করতে ৬৮ টেস্টে ১২৯ লেগেছে তামিমের। অন্যদিকে মুশফিকের লাগে ৮১ ম্যাচে ১৪৯ ইনিংস।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *