পাঁচ বাংলাদেশিকে বন্দি করে নির্যাতন করছে ইউক্রেনের সেনারা

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

পাঁচ বাংলাদেশিকে বন্দি করে নির্যাতন করছে ইউক্রেনের সেনারা: রুশ দূতাবাস

পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন গণমাধ্যমে জানায়, শুধু এই পাঁচ বাংলাদেশি নন, ইউক্রেনের বিভিন্ন স্থানে এ রকম বেশ কিছু বাংলাদেশি রয়েছেন। তাঁদের সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা চলছে। এ ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিচ্ছে বাংলাদেশ। আর সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছে। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশও সমন্বয় করছে।

ইউক্রেনের সেনারা ৫ বাংলাদেশিকে বন্দী করে নির্যাতন করছে বলে দাবি করেছে ঢাকার রাশিয়া দূতাবাস। রাশিয়া দূতাবাসের বাংলাদেশের টুইটার অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি টুইট করা হয়। টুইটে রাশিয়া দূতাবাস জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও শেয়ার করা হয়।

 

ভিডিওটিতে জানানো হয়, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী ক্যাম্পে আটকে আছেন পাঁচ বাংলাদেশি। অন্য দেশের শতাধিক বিদেশি নাগরিকও সেখানে আছে। রিয়াদুল মালিক নামে এক বাংলাদেশির ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

 

রিয়াদুল মালিকের করা ভিডিওতে তাঁকেসহ চার বাংলাদেশিকে দেখা যায়। অপর বাংলাদেশিকে দরজার কাছে পাহারায় রাখেন, যাতে মোবাইল ব্যবহার করতে কেউ দেখে না ফেলে। যুদ্ধের বেশ আগে থেকেই প্রায় ১৫ মাস ধরে ক্যাম্পটিতে বন্দী অবস্থায় রয়েছেন রিয়াদুল মালিক। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টায় তিনিসহ অন্য বাংলাদেশিদের আটক করা হয় বলে ভিডিওতে জানান তিনি।

 

ভিডিওতে রিয়াদুল মালিক বলেন, রাশিয়া বোমা ফেলছে শুধু আর্মি বেজ দেখে দেখে। আমরা অনেক ভয়ের মাঝে ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের আটকে রেখেছে ক্যাম্পে। রাত হলে বোমা ও গুলির শব্দ শুনতে পাই। রাতে লাইট নিভিয়ে দেয়। যেখানে চারজনের থাকার কথা, সেখানে একত্রে ১০ জনকে রাখা হচ্ছে। অভিবাসী ক্যাম্পে থাকা আটকদের নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন রিয়াদুল মালিক।

 

ভিডিওতে জীবনের নিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ইউক্রেনের সব আর্মি ক্যাম্প বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এই ক্যাম্পটি এখনো রয়েছে। আমরা আকুল আবেদন করছি, আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য। আমাদের জীবনের এক মিনিটের নিশ্চয়তা নেই।

 

১৫ মাসের ওপরে ক্যাম্পটিতে আটক অবস্থায় রয়েছেন জানিয়ে রিয়াদুল মালিক বলেন, ‘আমাদের অপরাধ ছিল, আমরা সীমান্ত পার হতে গিয়েছিলাম। অন্যান্য ক্যাম্প থেকে মানুষ ছেড়ে দিয়েছে। তবে আমাদের ছাড়ছে না। আমরা বেলারুশের অনেক কাছে রয়েছি, ৬০ কিলোমিটারের মধ্যে।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *