পলাশবাড়ীতে সদ্য কারামুক্ত জামায়াত নেতাদের সংবর্ধনা দিল পলাশবাড়ী পৌর জামায়াত
মতিন মোহাম্মাদ পলাশবাড়ী,গাইবান্ধা:শীর্ষনিউজ ২৪.কম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের সংবর্ধনা দিয়েছে পলাশবাড়ী পৌর জামায়াত। আজ সকাল ৮.৩০ মিনিটে সুইগ্রাম নামক গ্রামে গণসংযোগ চলাকালে এই সংবর্ধনা দেয়া হয়।
উক্ত সংবর্ধনা ও গণসংযোগ অনুষ্ঠানে পৌর জামায়াতের নেতা-কর্মীরা পলাশবাড়ী-সাদুল্যাপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী-অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, সহ:অধ্যাপক ও পলাশবাড়ী উপজেলা জামায়াত নেতা গোলাম মোস্তফা এবং জামায়াত কর্মী শাহ আলমকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু বলেন- “হামলা, মামলা ও জেল দিয়ে জামায়াতের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। সেই সঙ্গে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে”,।
অধ্যাপক গোলাম মোস্তফা বলেন- সর্বস্তরে সংগঠনের মজবুতী অর্জন করে আগামী নির্বাচনে পলাশবাড়ী -সাদুল্যাপুর আসনে জামায়াতের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।”
সংবর্ধনা ও গণসংযোগ চলাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জহিরুল হক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর সহ. অধ্যাপক বেলাল উদ্দিন, নায়েবে আমীর উপাধ্যক্ষ- মাওলানা আব্দুল মজিদ সরকার, পৌর জামায়াত আমীর আব্দুল মজিদ, সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি নোমান আব্দুল্লাহ এবং পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবির ও জামায়াতের অসংখ্য নেতা-কর্মী।
উল্লেখ্য, ১৯ মাস কারাভোগের পর দীর্ঘ আইনী লড়াই শেষে গত ১৯ জুন, জামায়াতের এই নেতাগণ উচ্চ আদালতের নির্দেশে বেকসুর খালাস পান। সংবর্ধনা ও গণসংযোগ অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে শেষ হয়।