পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫ জন
মতিন মোহাম্মাদ পলাশবাড়ী গাইবান্ধা:শীর্ষ নিউজ২৪
গাইবান্ধার পলাশবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও আহত হয়েছেন ৫ জন। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশন সংলগ্ন বৈরীহরিণমারী সড়কের সাধুর দিঘির পাড়ে।
জানা যায়, (২৯ মে, ২৩) রাত ১০.০০ মিনিটে গাইবান্ধাগামী অরিন ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি চা’য়ের দোকানে ঢুকে পড়ে। বাসটির সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে যায় এবং বাসচালক উত্তম কুমার(৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এই সময় ভাগ্যক্রমে চায়ের দোকানে অবস্থানকারীরা বেঁচে যান।
পলাশবাড়ী ফায়ার স্টেশন ইনচার্জ মশিউর রহমান জানান, “দুর্ঘটনাটি আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ৫০০ গজ দুরেই ঘটেছে। দুর্ঘটনা ঘটার সাথে সাথে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। গুরুতর নয় এমন আহত ৫ জনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর দু্র্ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ বের করে আনতে সক্ষম হই। ”
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন-নিহত বাসচালকের লাশ শনাক্ত করা হয়েছে। তার বাড়ী গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলায়। লাশের সুরতহাল রিপোর্টের জন্য লাশটিকে মর্গে পাঠানো হয়েছে।