পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

শ্রীপুরে শিশু পল্লী প্লাস পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত শিশু পল্লী প্লাস পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। ব্যক্তিগত এ সফরে তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রী তেরেসা আলবর।
শিশু পল্লী প্লাস একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা ব্রিটেনে রেজিস্ট্রার ভুক্ত চ্যারিটি দ্যা ভিলেজ অব বাংলাদেশ।

ব্রিটিশ হাইকমিশনার শনিবার সকাল ১০ টার দিকে শ্রীপুরে পৌছান। এরপর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার শিশু পল্লী প্লাস পরিদর্শন করেন। তিনি শিশু পল্লী প্লাসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম- মা ও শিশুর পরিচর্চা বিভাগ, শিশু পল্লী প্লাস বিদ্যালয়, ক্লিনিক ও মায়েদের পূর্ণভাসনের জন্য লাইভলীহোট ট্রেনিং, টেইলারিং প্রশিক্ষণ কেন্দ্র, সবজি চাষ ও মোমবাতি প্রজ্বলণ কেন্দ্র পর্যবেক্ষণ করেন। এ সময় শিশু পল্লী প্লাসের পরিচালক ওভারসিস ডিরেক্টর এন্ড ফাউন্ডার
পেট্রিসিয়া এ্যান ভিভিয়ান কার সাথে ছিলেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন বিএসসি, চিত্র শিল্পী মিলন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার শিশুপল্লী প্লাস একটি মানবিক প্রতিষ্ঠান জানিয়ে এর ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *