পরিচ্ছন্নতাকর্মী থেকে শত কোটি টাকার মালিক রংপুরের ফজলুল!
শীর্ষ নিউজ টোয়েন্টিফোর ডটকম
রংপুর মেডিক্যাল কলেজে ১৯৯৭ সালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পান ফজলুল হক, নন-মেডিক্যাল কর্মচারী বিধিমালা অনুযায়ী তার আর কোনো পদোন্নতির সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো, তিনি এখন রংপুর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা।
ছিলেন সচিবের দায়িত্বেও। ফজলুল হকের শুধু পদোন্নতিতেই সীমাবদ্ধ থাকেনি, অভিযোগ আছে; অবৈধ উপার্জনের মাধ্যমে হয়েছেন শত কোটি টাকার মালিক।
রংপুরে সুইপার থেকে কোটিপতি ফজলুল , কামিয়েছেন শত কোটি টাকা, গড়েছেন নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পদ।এত সম্পদ যে দুদকের ভয়ে, মালিকের নাম বলতে চাচ্ছেন না কর্মচারী।