পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না

সংশ্লিষ্ট বিভাগ বলছে, সর্বশেষ তালিকা অনুযায়ী ২৬টি দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের স্বামী বা স্ত্রীরা উপস্থিত হয়েছেন।

 

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুস্টার ডোজ দেবেন এমন ২শ’ ৭০ জনের নামের তালিকা তারা পেয়েছেন।

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

 

ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের স্বজনদের জন্য করোনার বুস্টার ডোজের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

 

রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুস্টার ডোজ দেয়ার এই কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *