সংশ্লিষ্ট বিভাগ বলছে, সর্বশেষ তালিকা অনুযায়ী ২৬টি দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের স্বামী বা স্ত্রীরা উপস্থিত হয়েছেন।
শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বুস্টার ডোজ দেবেন এমন ২শ’ ৭০ জনের নামের তালিকা তারা পেয়েছেন।
দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার এখনই লকডাউন দেয়ার কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।
ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের স্বজনদের জন্য করোনার বুস্টার ডোজের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে বুস্টার ডোজ দেয়ার এই কার্যক্রম চলছে।