পথিক ও পথশিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগাভাগি : Team Bahok

 

সম্প্রতি রংপুর কারমাইকেল কলেজ এবং এর আশে পাশে থাকা পথিক ও পথশিশুদের নিয়ে রমজানের ইফতারের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এ নিয়ে বিস্তারিত জেনে সেখানকার কথা জানাচ্ছেন মো: সাকিবুল ইসলাম ( সৈকত ) ।

 

রমজানের ইফতারির জন্য আমাদের থাকে নানা আয়োজন। আমাদের সমাজে অনেক শিশু আছে যারা জানে না আজকের ইফতারিতে তারা কি খাবে অথবা আদৌ কিছু খেতে পারবে কিনা। এমন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন রংপুর উপজেলার শিক্ষার্থীদের বাহক স্বেচ্ছাসেবী সংগঠন ।

 

Team Bahok এর ফাউন্ডার সৌরভ জানায় :

 

প্রথম ইভেন্ট এ আলহামদুলিল্লাহ আমরা ২৭০+ পথিক ও পথশিশু দেরকে ইফতার করাতে পারে আমরা আনন্দিত।

 

ঈদের আনন্দটা হয়ত আগেই পেয়ে গেলাম আমরা আজ পথশিশুদের সাথে ইফতার এ।

 

বাহক এর সকল মেম্বারস & যারা আমাদের পাশে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ?

 

বাহক এমন একটি সংগঠন যাদের মূল লক্ষ্য হলো পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু দের পাশে থাকা।

আলহামদুলিল্লাহ প্রথম ইভেন্ট এই আমরা আমাদের শতভাগ চেষ্টা করেছি।

 

সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। – বাহক

 

 

 

 

 

 

সুবিধাবঞ্চিত এসব শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন রংপুর উপজেলার শিক্ষার্থীদের বাহক স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার রংপুর কারমাইকেল কলেজ এবং এর আশে পাশে থাকা পথিক ও পথশিশুদের নিয়ে ইফতার আয়োজন করে সংগঠনটি। এতে প্রায় ২৭০+ পথিক ও পথশিশু অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে সংগঠনের সদস্যদের সাথে হাসিঠাট্টায় মেতে ওঠে শিশুরা।

 

 

বাহক স্বেচ্ছাসেবী সংগঠন এর ১৭ তরুণ :

সৌরভ,সাদিক,নবুওয়াত,আকাশ, প্রান্ত, রাব্বী আহমেদ,রাগিব শিহাব, রিফাত সরকার, রাফি, রবিউস সানি, নিলয়, আরাফাত, জাহিন, ফিহান আকাশ, ফারাবি, রিফাত, নাহি। তারা সবাই শিক্ষার্থী এবং তারা বলেন,

 

আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো। আর এই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সমাজের অবহেলিত শিশুদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। তারা আমাদের দেশের বোঝা নয়, তারাও আমাদের দেশের সম্পদ।

 

 

পথশিশুদের সাথে ইফতারির আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝে অনেক আনন্দ লুকিয়ে থাকে। আমাদের কাছে খুব ভালো লাগছে যে,

আমরা বন্ধুরা মিলে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে আজকে ইফতার করতে পারছি।

 

 

 

কিছু ক্যামেরা ফ্রেমে বন্দী মুহূর্ত :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *