পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
রংপুর প্রতিনিধিঃ জীবন চন্দ্র রায়
নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শিশুটির ভাই বাদী হয়ে ডিমলা থানায় মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ঝুনাগাছা ভেসসিপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সুজন ইসলাম (১৫) ও আমিনুর রহমানের ছেলে আলী নূর ওরফে বুলু বাদশা (১৪)।
মামলার বিবরণে জানা যায়, সোমবার বিকালে শিশুটিকে মা-বাবা বাড়িতে রেখে এক আত্মীয়ের জানাজায় যান। শিশুটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে একই ইউনিয়নের সুজন ও বুলু বাদশা বাড়িতে ঢুকে ধর্ষণ করে তাকে।
শিশুটির মা জানান, দাফন শেষে বাড়িতে ফিরে মেয়েকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ঘটনা জেনে গ্রামের লোকজনদের জানান।
শিশুটির চাচা জানান, রাতে মেয়ের অবস্থার অবনতি হলে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যালে পাঠিয়ে দেন।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিমলা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির ভাই থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।