পচা-বাসি খাবার রাখায় ২ হোটেলকে জরিমানা ৪৫ হাজার টাকা

রংপুরে পচা-বাসি খাবার রাখায় ২ হোটেলকে জরিমানা ৪৫ হাজার টাকা

নিউজ ডেক্সঃ
রংপুর মহানগরীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ২ হোটেল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়। অভিযানে সহযোগিতা করে র‍্যাব-১৩।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম জানান, ধাপ মেডিকেল মোড় এলাকার বিভিন্ন হোটেলে প্রায় ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় খাদ্যে ক্ষতিকর কেমিকেল, রং, সাল্টু, অ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানানো ও বিক্রি এবং ফ্রিজে পচা খাবার ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে মিন স্টার রেস্তোরাঁকে ২০ হাজার টাকা ও নিউ পারভেজ হোটেলকে ২৫ হাজার জরিমানা করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, অভিযানের সময় জরিমানা আরোপ ও আদায় ছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *