তিনি লেখেন, একটা সময় সব কিছুই শেষ আছে এবং আমার জন্য ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।
কোহলি বলেন, ‘চলার পথে উত্থান-পতন আসে, কিন্তু কখনই চেষ্টা বা বিশ্বাসের অভাব হয়নি।’
( আরও খবর পেতে সংযুক্ত থাকুন আমাদের সাথে শীর্ষ নিউজ টুয়েন্টিফোর ডটকম )
তিনি আরও বলেন, ‘যাই করি না কেন সব সময় সব কিছুতেই আমি নিজের ১২০ শতাংশ উজাড় করে দেয়ায় বিশ্বাস রেখেছি এবং যদি সেটা না পারি তবে বুঝেছি এটা আমার জন্য সঠিক কাজ নয়। নিজের বিবেকের কাছে সব সময় পরিষ্কার থেকেছি, দলের প্রতি অসৎ হতে পারব না।’
ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিজ থেকে ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডের দায়িত্ব থেকে। এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।