নীলফামারী জেনারেল হাসপাতালে আগত চিকিৎসা সেবাকারীদের গনশুনানী অনুষ্ঠিত

আব্দুস সালাম নীলফামারী প্রতিনিধি:শীর্ষ নিউজ ২৪.কম

নীলফামারী জেনারেল হাসপাতাল ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর যৌথ আয়োজনে সেবা নিয়ে গনশুনানির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ই জুন) সকাল ১০টায় হাসপাতাল চত্বরে প্রকাশ্যে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গণশুনানি সঞ্চালনা করেন সনাক সহ-সভাপতি মো. মিজানুর রহমান লিটু। সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ ।

প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান । তিনি বলেন, সরকারি সেবা সমূহ জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর জন্য গণশুনানি আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তিনি সনাককে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে আবারো আয়োজনের জন্য আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জহুরুল করিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. গোলাম রসূল,

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী সদস্য মোছা. মাহমুদা নাসরীন তন্নি তালুকদার, জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম, সুশীল সমাজের প্রতিনিধি

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার মানিক, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হাওয়া খাতুন, সনাক এর সভাপতি তাহমিনুল হক ববী ও ব্রাক জেলা কো-অর্ডিনেটর মো. আকতারুল ইসলাম সহ অনেকে।

অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা পেতে কি কি সমস্যার সম্মুখিন হচ্ছে এবং কি কি সেবা পাচ্ছে, আর কি কি সেবা পাচ্ছেনা তা নিয়ে আলোচনা করেন।

গণশুনানিতে হাসপাতালে আগত ও ভর্তিরত রোগীরা বিভিন্ন সমস্যা কর্তৃপক্ষের কাছে সরাসরি উত্থাপন করেন হাসপাতাল কর্তৃকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হয়।

হাসপাতাল কর্তৃকপক্ষ বলেন, অভিযোগ বাক্সে চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে কি কি ভোগান্তি-হয়রানি ও অনিয়ম দুর্নীতির তথ্য সেবা গ্রহীতারা লিখিত ভাবে অভিযোগ জমা দিতে পারবেন।

উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সেবা গ্রহীতাদের অভিযোগ সরাসরি শোনা ও নিস্পত্তি এবং দ্রুত মানস্পন্ন চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রতিটি সরকারি হাসপাতাল/দপ্তরে গণশুনানি গ্রহনের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *