নীলফামারী আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার

নীলফামারী আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার ।

আব্দুস সালাম নীলফামারী প্রতিনিধি :শীর্ষ নিউজ ২৪.কম

নীলফামারী আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে বিশ্রামাগার। শনিবার ( ৩ই জুন ) বিকাল ৫.০০ টায় বিশ্রামাগারটি ‘ন্যায়কুঞ্জ’নামে উদ্বোধন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপ্রতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান এম. ইনায়েতুর রহিম। এর আগে তিনি আদালত চত্বরে গাছের চারা রোপন করেন।

সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম । অনুষ্ঠানে বক্তৃতা দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. গোলাম সরওয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এবিএম গোলাম রসুল, চীফ জুডিসিয়াল

ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক সহ আরও অনেকে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, নীলফামারী আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত হচ্ছে আটশত বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ নামের বিশ্রামাগার।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিচারপতি এম.ইনায়েতুর রহিম জেলা ও দায়রা জজ কার্যালয়ের সম্মেলণ কক্ষে বিচারকদের সাথে অফিসিয়াল আলোচনা করেন এবং জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *