নীলফামারীর উত্তরা ইপিজেডে ইকু গ্রুপের নতুন কারখানা উদ্বোধন হয়েছে

নীলফামারীর উত্তরা ইপিজেডে ইকু গ্রুপের নতুন কারখানা উদ্বোধন হয়েছে।

নীলফামারী প্রতিনিধি :শীর্ষ নিউজ২৪.কম

নীলফামারীর উত্তরা ইপিজেড এ ইকু গ্রুপের নতুন কারখানা উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ই জুন) ২.৩০ টায় রপ্তানিমুখী ইকু ইন্টারন্যাশনাল (স্পিনিং অ্যান্ড কম্পোজিট) নামের কাখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে কাখানাটির শুভ উদ্বোধন করেন নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প পরিবারের সদস্য ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম, তাঁর মা তহমিনা আলম, ইকু গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন আলম, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, ইকু গ্রুপের পরিচালক এরফান আলম, ইকু ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ইপিজেডের ২৫টি কারখানার ব্যবস্থাপনা পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
শিল্প পরিবারের সদস্য ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম বলেন, উক্ত কারখানাটিতে ৩৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।

উত্তরা ইপিজেডে গড়ে উঠা ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর অর্থায়নে ইকু ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিতে ৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, ইকু গ্রুপের নতুন কারখানায় উৎপাদন করা হবে ফিসিং নেট, অ্যাগ্রিকালচার নেট, মসকিউটো নেট, ফিস প্রসেসিং নেট, গাম টেপ, গার্মেন্টস্ ববিন, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্রিন্টেড পলি ব্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *