নীলফামারীতে অনুষ্ঠিত হয় নীলফামারীতে নবনিযুক্ত এসপি ও সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

এ সময় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত এসপি বলেন, জুয়া, চাঁদাবাজি, ইভটিজিং এবং কোন রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল কোথাও চলতে দেয়া হবে না। তিনি সাফ হুশিয়ারী জানিয়ে বলেন, হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে এবং আজ থেকেই কার্যক্রম চালু হবে।

এছাড়াও নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের পরামর্শ মূলক বক্তব্যে বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য সংবাদমাধ্যমের গুরুত্ব অনেক। নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে কেউ যদি সাধারণ মানুষকে হয়রানী করে, সেটা খুঁজে বের করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার হিসেবে জনগনের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা আমি যথাযথ ও স্বচ্ছতার সাথে পালন করবো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তৃতা রাখেন, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যমুনা টিভি প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, ডেইলি স্টারের প্রতিনিধি আসাদুজ্জামান টিপু, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কালেরকন্ঠ ও বাসস প্রতিনিধি ভূবন রায় নিখিল, বৈশাখী টিভি প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী,

মাছরাঙা টিভি প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, বিটিভি প্রতিনিধি নুর আলম, ইন্ডেপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়, দৈনিক বর্তমান ও দি ডেইলি ট্রাইবুন্যাল এর জেলা প্রতিনিধি নাসির উদ্দীন শাহ সহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি, দৈনিক মর্নিং পোষ্ট পত্রিকার প্রতিনিধি ও দৈনিক শীর্ষ নিউস পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম সহ আরও অনেক সাংবাদিক বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম , ডিআইও-১ আব্দুর রাজ্জাক, ডিবি ওসি রওশন কবীর, সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, ওসি মুক্তারুল আলম ( তদন্ত ), সদর ট্রাফিক ইনচার্জ সেলিম আহম্মেদ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম বলেন, নীলফামারীকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও গরু চুরি,মাদক, জুয়া,মোবাইল ক্যাসিনো, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি পুষ্টি মেলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট হবে বাংলাদেশ নিশ্চিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার (১০ই জুলাই) পুষ্টি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ। নীলফামারী ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোর্শিয়া রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের রিসার্চ ডিরেক্টর ড. মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম,নীলফামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহীন,

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, প্ল্যান ইন্টারন্যাশনালের রংপুরের হেড অফ সেন্ট্রাল এন্ড নর্দান রিজিওন অফিসার আশিক বিল্লাহ, ঠাকুরগাঁও ইএসডিও এর সিনিয়র এপিসি আবু জাফর নুর মোহাম্মদ সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলার মুল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি সব বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধ করা।পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কে মেলায় উপস্থিত শিশুর মায়েদের পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা দেয়া হয়। মুলত শিশুর মায়েদের পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এই পুষ্টি মেলার আয়োজন করা হয়।

সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পর্কে ধারনা গড়ে তুলতেই আমাদের এই আয়োজন।এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সকল ইউপি চেয়ারম্যানগণ। জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এই মেলায় ছিল ২৫টি স্টল। মেলায় পুষ্টিকর খাবারের প্রদর্শনী করা হয়।

উক্ত মেলায় বিভিন্ন দপ্তর সমুহ- কৃষি, মৎস্য, সমাজ সেবা, প্রাণী সম্পদ, ডিপিএইচই, স্থানীয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অধিদপ্তর এবং উন্নয়ন সহযোগী সংস্থা ওয়াল্ড ভিশন, ব্র্যাক, আশা, দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের নিজ নিজ দপ্তর এর বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন।

এছাড়াও উন্নয়ন সহযোগী সংস্থাগুলো তাদের কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন যেখানে ব্লাড পেশার, ব্লাড সুগার পরিক্ষা ছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে ফ্রিতে ইসিজি সেবা প্রদানের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর সহ-অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক আয়োজনে ও জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টির মান উন্নয়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।

এরই অংশ হিসেবে জনসাধারণের মধ্যে পুষ্টি উন্নয়ন সম্পর্কিত তথ্য ও সেবা প্রচারের লক্ষ্যে লে প্রকল্পটি এই পুষ্টি মেলার আয়োজনে সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *