নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম-সেবা এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ই জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
এ সময় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় নবাগত এসপি বলেন, জুয়া, চাঁদাবাজি, ইভটিজিং এবং কোন রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল কোথাও চলতে দেয়া হবে না। তিনি সাফ হুশিয়ারী জানিয়ে বলেন, হয় মাদক, নয় জেলা ছাড়তে হবে এবং আজ থেকেই কার্যক্রম চালু হবে।
এছাড়াও নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের পরামর্শ মূলক বক্তব্যে বলেন, একটি উন্নত বাংলাদেশ গড়ার জন্য সংবাদমাধ্যমের গুরুত্ব অনেক। নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে নয়, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে কেউ যদি সাধারণ মানুষকে হয়রানী করে, সেটা খুঁজে বের করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার হিসেবে জনগনের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা আমি যথাযথ ও স্বচ্ছতার সাথে পালন করবো।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তৃতা রাখেন, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যমুনা টিভি প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা, ডেইলি স্টারের প্রতিনিধি আসাদুজ্জামান টিপু, প্রথম আলোর প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কালেরকন্ঠ ও বাসস প্রতিনিধি ভূবন রায় নিখিল, বৈশাখী টিভি প্রতিনিধি ইসরাত জাহান পল্লবী,
মাছরাঙা টিভি প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সাধারণ সম্পাদক আল আমিন, বিটিভি প্রতিনিধি নুর আলম, ইন্ডেপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মাহমুদ আল হাসান রাফিন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি ইনজামাম-উল-হক নির্ণয়, দৈনিক বর্তমান ও দি ডেইলি ট্রাইবুন্যাল এর জেলা প্রতিনিধি নাসির উদ্দীন শাহ সহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দেশ সেবা পত্রিকার প্রতিনিধি, দৈনিক মর্নিং পোষ্ট পত্রিকার প্রতিনিধি ও দৈনিক শীর্ষ নিউস পত্রিকার প্রতিনিধি আব্দুস সালাম সহ আরও অনেক সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম , ডিআইও-১ আব্দুর রাজ্জাক, ডিবি ওসি রওশন কবীর, সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, ওসি মুক্তারুল আলম ( তদন্ত ), সদর ট্রাফিক ইনচার্জ সেলিম আহম্মেদ সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও জেলায় কর্মরত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় নবনিযুক্ত পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম বলেন, নীলফামারীকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়াও গরু চুরি,মাদক, জুয়া,মোবাইল ক্যাসিনো, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি ইত্যাদি বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।