যুক্তরাষ্ট্রে ভয়াবহ সড়ক দুর্ঘটনা :
পুরো খবর •
পরিসংখ্যান বলছে, গত বছরের প্রথম ছয় মাসেই যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ছিল ১৮ দশমিক ৪ শতাংশের মতো।যুক্তরাষ্ট্রের নেভাদায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন।
রোববার (৩০ জানুয়ারি) বেশকিছু গাড়ির সংঘর্ষ হলে গুরুতর আহত হন আরও ৬ আরোহী। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
চিকিৎসাধীনদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, ট্র্যাফিক লাইট অমান্য করেই একটি গাড়ি তীব্র গতিতে ছুটে যায়।
সামনে থাকা অন্যান্য গাড়ির সাথে এলোপাতাড়ি সংঘাতের কারণে হয় দুর্ঘটনা। দুর্ঘটনার জন্য চালকের বেপরোয়া গতিকেই দায়ী করছে ট্রাফিক পুলিশ। নিহতদের মধ্যে শিশু থেকে মধ্যবয়স্করাও রয়েছেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।