নিহত ৩০, বোমা হামলা পাকিস্তান মসজিদে

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

পাকিস্তানে মসজিদে বোমা হামলা

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার রাজধানি পেশোয়ারে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন।

পাকিস্তানের পুলিশ অফিসার মো. সাজ্জাদ খান আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, আমরা একটি জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই হতাহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা। আমরা এ বিষয়ে তদন্ত করছি। আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানান আসিম খান।

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে আইএস কিংবা তালেবানের কেউ এই হামলা চালাতে পারে।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাৎক্ষণিকভাবে দেওয়া এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশপাশি আহতদের সুচিকিৎসার জন্য নির্দেশও দিয়েছেন তিনি।

হামলার সময়ে একজন প্রত্যক্ষদর্শী শায়ান হায়দার বলেন, ‘আমি মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সহসা বোমা বিস্ফোরণে আমি মসজিদ প্রাঙ্গণ থেকে ছিটকে রাস্তায় পড়ে যাই। চোখ খোলার পরে চারদিকে কেবল ধোঁয়া ও বিক্ষিপ্তভাবে ছড়ানো মানুষের অচেতন দেহ দেখতে পাই।’

 

মূলত পেশওয়ার আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত একটি শহর। এর আগেও তালেবান শহরটির বিভিন্ন স্থানে হামলা চালায়।

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *