নিহত ১৩ বোমা বিস্ফোরণে,কেনিয়ায়

নিহত ১৩ বোমা বিস্ফোরণে,কেনিয়ায়

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

সোমবার যেই রাস্তাটিতে হামলা হয়, সেই একই রাস্তায় ২০১৫ সালে আল-শাবাব একটি গাড়িবহরের উপর হামলা চালায়

গাড়িবহরটি মানদেরার গভর্নর আলী রোবাকে বহন করছিল। ঘটনাটিতে দুই পুলিশ কর্মকর্তা সহ তিনজন নিহত হয়েছিলেন।

 

কেনিয়ার পুলিশ জানিয়েছে যে নিকটবর্তী লামু কাউন্টিতে, বুধবার বিচারিক কর্মকর্তাদের বহনকারী কয়েকটি গাড়ির উপর গুলিবর্ষণ করেছে আল-শাবাবের জঙ্গীরা। সেই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

 

কেনিয়ায় উত্তর পূর্বাঞ্চলে মানদেরা শহরের কাছে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে।

আহত হয় বেশ কয়েকজন। বোমা বিস্ফোরণের সাথে সম্পৃক্ততার সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দি নেশন মিডিয়া গ্রুপ ঐ অঞ্চলের পুলিশ প্রধান বুনেই রোনো-কে উদ্ধৃত করে জানায় যে, তিনি বলেছেন বোমা বিস্ফোরণের সাথে যুক্ত একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *