শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ, বাতিল হলো
আগামী মাসে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘সীমান্তে বিধিনিষেধের কারণে অস্ট্রেলিয়া সফর বাতিল করা অনিবার্য ছিল। যে সময়ে আমরা সফরের সময় নির্ধারণ করেছিলাম, তাতে আমরা আশাবাদী ছিলাম যে ট্রান্স-তাসমান সীমান্ত যারা নিয়ম মানবে তাদের জন্য খুলে দেয়া হবে।
’অস্ট্রেলিয়া দলের জন্য বাধ্যতামূলক আইসোলেশন ও কোয়ারেন্টাইনের জন্য জায়গার ব্যবস্থা না হওয়ায় বাতিল করা হয়েছে বাতিল হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি সিরিজ। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজটি বাতিল হওয়ার খবর দিয়েছে।