আগে ১ম ইনিংসে ১৩০ রানের লিড নিয়ে ৪৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আগের দিন করা ৪০১ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে টাইগাররা। মিরাজের ৪৭ এবং ইয়াসিরের ২৬ রান নিয়ে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এটি নিউজিল্যান্ডের মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে মাত্র দুই উইকেট হারিয়ে ১৭৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় দিনে কিউই বোলারদের দাপট দেখিয়ে দলকে বেশ শক্ত অবস্থানে নিয়ে যান টাইগাররা।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৭৬.২ ওভারে ৪৫৮ (ইয়াসির ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়্যাগনার ৪০-৯-১০১-৩, রবীন্দ্র ২৮-৪-৬৭-০)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৪৭/৫*, এবাদত (৪/৩৯)
মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করেছে নিউজিল্যান্ড।