সোমবার (১০ জানুয়ারি) নিউইয়র্ক সিটির একজন দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
নিউইয়র্ক শহরের ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত হয়েছেন ১৯ জন। নিহতের মধ্যে রয়েছে ৯ জন শিশু।
ফায়ার সার্ভিস সূত্র বলেছে, নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কে্এক একটি ১৯ তলা ভবনে আগুন লাগে। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।