নতুন সুবিধা পেতে যাচ্ছেন ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা
ক্ষুদেবার্তা আদান প্রদানের অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলতে আর নিজেকে আরও ভালভাবে প্রকাশ করতে আরও অনেক নিত্য নতুন জিআইএফ এবং স্টিকার মেসেঞ্জারে সংযুক্ত করেছে ফেসবুক। এই বার্তাগুলো সবই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মার্ক জাকারবার্গ এক ঘোষণায় ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের জন্য দিলেন সুসংবাদ! জানালেন, অনেকগুলো নতুন সুবিধা যোগ করা হচ্ছে ম্যাসেঞ্জারে।
এক পোস্টে তিনি বলেন, “ আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সেকারণেই আমরা মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সঙ্গে আরো কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।”
ফেসবুক পক্ষ থেকে বলা হয়, তথ্যপ্রযুক্তি বিষয়ক অপরাধ এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ক্রমেই বাড়ছে। আমরা চাই আমাদের ব্যবহারকারীরা এমন একটি মাধ্যম দিয়ে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলুক, যেটা সুরক্ষিত এবং উপভোগ্য। আমরা ধারাবাহিক ভাবে আমাদের সব পন্য ও সেবার মান বাড়াতে থাকব এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা আমাদের সেবার মান পাল্লা দিয়ে বাড়াতে থাকব।
যা কিছু নতুন
এন্ড-টু-এন্ড এনক্রিপশন
গত বছর ফেসবুক জানিয়েছিল যে তারা গ্রুপ চ্যাটের অডিও এবং ভিডিও কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে। গত ২৭ জানুয়ারি ফেসবুক কর্তৃপক্ষ জানায় যে এখন থেকে সব মেসেঞ্জার ব্যবহারকারীই এই সুবিধা পাবে। এখন যে কেউই পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে নিরাপদে ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেই মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ করতে পারবে।
স্ক্রিনশট নোটিফিকেশন
গত বছর ফেসবুক চালু করেছিল ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস অর্থাৎ বার্তা পড়ে ফেলার পরই সেটা মুছে যাবে। মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশনের আওতাধীন ছিল। নতুন করে ফেসবুক যে সুবিধাটা এনেছে তা হলো, এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের কেউ যদি স্ক্রিনশট তুলে রাখে তাহলে বার্তা প্রেরক সেটা জানতে পারবে। ফেসবুক কর্তৃপক্ষ মনে করে এই সুবিধা চালু হবার ফলে বার্তা আদানপ্রদানকারীরা আরো নিরাপদ অনুভব করবে। মেসেঞ্জারের ভ্যানিশ মোড এর ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ডিসঅ্যাপিয়ারিং মেসেজের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে।
জিআইএফ ও স্টিকার
ক্ষুদেবার্তা আদান প্রদানের অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করে তুলতে আর নিজেকে আরও ভালভাবে প্রকাশ করতে আরও অনেক নিত্য নতুন জিআইএফ এবং স্টিকার মেসেঞ্জারে সংযুক্ত করেছে ফেসবুক। এই বার্তাগুলো সবই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড।
নিয়মিত আপডেট পেতে শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।