নতুন ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়, ঢাকা প্রিমিয়ার লিগে

 

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

এনামুল হক বিজয়

সোমবার বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করে ২২৯ রানে ইনিংস গুটিয়ে যায় রূপগঞ্জের। জবাবে ১৪০ বল বাকি থাকতেই জিতে যায় প্রাইম ব্যাংক। প্রাইমের হয়ে ওপেনিংয়ে নেমে দলকে জেতান বিজয় ও তামিম ইকবাল। দু’জনই পান সেঞ্চুরির দেখা।

 

ঢাকা প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়েছেন এনামুল হক বিজয়। লিস্ট-এ ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক। ইতিহাস গড়ার দিনে বিজয়ের দল প্রাইম ব্যাংকও জিতেছে হেসে খেলে। রূপগঞ্জ টাইগার্সের বিরুদ্ধে প্রাইম জিতেছে ১০ উইকেটে।

 

 

রান তাড়ায় দাপুটে শুরু করেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার তামিম ও বিজয়। শুরু থেকে রূপগঞ্জের বোলারদের ওপর তোপ ঝাড়েন তারা। রেকর্ডের সামনে থাকা বিজয় ৭০ রান করেই ছুঁয়ে ফেলেন লিস্ট-এ ক্রিকেটে হাজার রানের মাইলফলক।

 

রূপগঞ্জের বিপক্ষে হেসেখেলেই সেঞ্চুরি করেন তামিমও। আগের ম্যাচে ৯০ রানে ফেরা এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১০৯ রানে। অপর প্রান্তে থাকা বিজয় ৮৪ বলে করেন অপরাজিত ১১২ রান।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *