ধানক্ষেত থেকে তরুনের লাস উদ্ধার

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে তরুনের লাস উদ্ধার

মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম,শীর্ষ নিউজ২৪.কম:

কুড়িগ্রামের পৌরশহরের ফসলি জমি থেকে এক তরুনের লাস উদ্ধার করেছে পুলিশ। স্হানীয় লোকজন বাড়ীর পাশের জমিতে অর্ধেক পানিতে লাস পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

রোববার (১৩ আগষ্ট) সকালে শহরের নামা ভেলাকোপা এলাকার লিংকন (২০) নামে এক তরুনের লাস রাস্তার পাশের জমি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ সরকার।

নিহত মো. লিংকন হোসেন (২০) ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।

কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিলর মো. জমশেদ আলী টুনকু জানান, লিংকন মাদকসেবন করতেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। তার মরদেহের পাশেও মাদকের আলামত পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *