ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে রংপুরে মানববন্ধণ অনুষ্ঠিত
ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবীতে রংপুরে মানববন্ধণ করেছেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখা।
বৃহস্পতিবার বিকেলে প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি ও রসিক কাউন্সিলর শ্রী হারাধণ রায় হারার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, জাতীয় কমিটির সদস্য ও ধর্মসভার সভাপতি শ্রী ভবতোষ সরকার বাচ্চু, মহানগর যুগ্ম সম্পাদক রন্টু সেন,
মহানগর সাংগঠনিক সম্পাদক স্বপন ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ কোতয়ালী মেট্রোপলিটন থানা শাখার সাধারণ সম্পাদক পীযুষ সরকার, পশুরাম থানার সভাপতি কার্তিক রায়, মাহিগঞ্জ থানা শাখার সভাপতি রবি সোমানী,
হাজিরহাট থানার সভাপতি মেঘনাথ রায়, তাজহাট থানার সভাপতি ডাঃ পলাশ চন্দ্র সেন ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী অলক নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।