ধর্মীয় অনুভুতিতে আঘাতকারীর ১১বছর সশ্রম কারাদন্ড
বার্তা সম্পাদকঃএম,মিরু সরকার
রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার উদ্দেশ্যে ফেসবুকে অবমাননাকর ষ্টাটাস দেবার ঘটনায় দায়ের করা ডিজিটাল আইনের মামলায় আসামী পরিতোষ সরকারকে দোষি সাব্যস্ত করে ১১ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইবুনালের বিচারক ড, আব্দুল মজিদ এ রায় প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানাগেছে ২০২১ সালের ১৭ অক্টোবর তারিখে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝি পাড়ার প্রসন্ন সরকারের ছেলে পরিতোষ সরকার পবিত্র মক্কা শরীফের উপর একটি কুকুর প্রসাব করছে এমনি একটি ছবি
অন্য একজনের ফেসবুক প্রোফাইলে পিকচার কমেন্ট বক্সে পোষ্ট করে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইরাল হওয়ায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র হিন্দু সম্প্রদায় অধুষিত বড় করিমপুর মাঝি পাড়ায় উত্তেজিত
জনতা হামলা চালিয়ে ১৮টি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাদেরসহ ৪৮টি পরিবারের বাড়িতে হামলা নগদ অর্থ সহ মালামাল লুট হয়। অনেক বাড়ি ঘর ভস্মিভুত হয়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৬১ রাউন্ড শট
গানের গুলি ও ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। দীর্ঘক্ষন পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তান্ডবের ঘটনায় আলাদা মামলা করা হয়।
কিন্তু আসামী পরিতোষ সরকার মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত দানের উদ্দেশ্যে আক্রমানাত্মক ও মানহানিকর তথ্য প্রকাশ করার কারনে আইন শৃংখলার অবনতিসহ জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
এ ঘটনায় পীরগঞ্জ থানার এস আই ইসমাইল হোসেন বাদী হয়ে পীরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আসামী পরিতোষকে আসামী করে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করেন।
মামলায় ২১জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী পরিতোষকে দোষি সাব্যস্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় দোষি সাব্যস্ত করে ১১ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।
সাইবার ট্রাইবুনাল আদালতের বিশেষ পিপি এ্যাড. রুহুল আমিন তালুকদার জানান, আসামী ফেসবুকে অবমাননাকর পোষ্ট দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। বাদী পক্ষে আমরা মামলাটি প্রমান করতে সক্ষম হওয়ায় আসামীকে ১১ বছরের সাজা প্রদান করেছে। এ রায়ে আমরা সন্তোষ্টি প্রকাশ করছি।
আসামী পক্ষের আইন আইনজীবি এ্যাড. শামীম আল মামুন বলেন, তারা ন্যায় বিচার পাননি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।