শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে । ভরিতে সোনার দাম কমানো হচ্ছে এক হাজার ১৬৬ টাকা। দেশের বাজারে আদর্শ মানের সোনা প্রতি ভরির দাম কমে হচ্ছে ৭৬ হাজার ৫১৬ টাকা-তা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১১ মে) থেকে সারাদেশে কেনাবেচা করা হবে নতুন দাম অনুযায়ী সোনা ।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।