নীলফামারী সদরে এক ব্যক্তির দেনার দায়ে গলায় রশি দিয়ে আত্বহত্যা ।
আব্দুস সালাম ষ্টাফ রিপোর্টার:- নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে উলট পাড়া গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে আলম ইসলাম (৪০) বাড়ির পাশে লিচু গাছে গলায় রশি দিয়ে আত্বহত্যা করেছে।
শনিবার ( ২৮ শে অক্টোবর ) বিকাল ৩.৩০ ঘটিকায় দারোয়ানি টেক্সটাইলে জেলা ইজতেমা শেষে বাড়ি ফিরে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা যায়।
আলম ইসলাম (৪০) এর আত্বহত্যার খবর জানাজানি হলে এলাকাবাসী নীলফামারী সদর থানায় খবর দিলে রাত সাড়ে আট ঘটিকার সময় পুলিশ এসে ঝুলন্ত ব্যক্তির লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য সদর থানায় নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আলম ইসলাম (৪০) পেশায় ভ্যান চালক ছিলেন হঠাৎ সংগ দোষে ভ্যান চালনো ছেড়ে দিয়ে জুয়া খেলায় লিপ্ত হয়েছিলেন। জুয়া খেলায় তার অনেক দেনা হয়। একপর্যায়ে দেনা পরিশোধ করার সামর্থ না থাকায় আত্বহত্যার পথ বেচে নিয়েছেন বলে ধারনা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায় আলম ইসলাম (৪০) দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে মারা যান। বড় ছেলে পেশায় হোটেল কর্মচারী।
উল্লেখ্য, নীলফামারী সদর থানার ওসি জানান আজ (রবিবার) ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।