দেখা যাচ্ছে না লাইক-রিক্যাকশন, ফেসবুকের নীতিমালা পরিবর্তন

 

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

আমরা জানি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছুদিন পরপরই বিভ্রাট দেখা দেওয়া নতুন কিছু নয়।তবে আবারও বড় একটি সমস্যা সম্প্রতি দেখা দিয়েছে প্ল্যাটফর্মটিতে।

 

২৭ মে (শুক্রবার) টুইটার ও ইনস্টাগ্রামে দেওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না।

 

বাংলাদেশ ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরা সমস্যাটির কথা জানালেও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ফেসবুকের মূল পরিচালনা প্রতিষ্ঠান মেটা।

 

তবে, ধারণা করা হচ্ছে, ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা (প্রাইভেসি পলিসি আপডেট) হালনাগাদ করার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।

 

মেটার পক্ষ থেকে এর আগে এক বার্তায় ব্যবহারকারীদের হালনাগাদের বিষয়ে নোটিফিকেশন পাঠানো হয়েছিল। সেখানে জানানো হয়, ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে, যা আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

 

তবে, হালনাগাদের কারণেই নতুন এই বিভ্রাট দেখা দিয়েছে কি-না সে প্রসঙ্গেও কিছু জানায়নি মেটা।

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *