কুড়িগ্রামের দূর্গম সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমান ইয়াবা সহ ১ জনকে আটক করেছে র্যাব।
মোবাশ্বের নেছারী নিজস্ব প্রতিবেদক (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবাবিকে আটক করেছে র্যাব-১৪। ১০ মে ২০২৩ ইং তারিখ গ্রেফতার করা হয়। ১৯০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন সহ মাদক কারবারি রফিকুল ইসলাম (৫০) একই উপজেলার কাজাই কাটা গ্রামের আব্দুল বারেকের পুত্র।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন দূর্গম সীমান্তবর্তী এলাকায় অভিযানটি পরিচালনা করে।
র্যাব-১৪ প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃত ১৯০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা। গ্রেপ্তারকৃত রফিকুলকে থানায় হস্তান্তর করা হয়েছে ।