দিনাজপুরের চিরিরবন্দরে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু।
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার নবীপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদুল ইসলাম (২০) দিনাজপুর শিকদার এলাকার একটি বেকারিতে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের মহিষমারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে রশিদুল কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে স্থানীয় বেলতলী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় নবীপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে পৌনে ৮টায় পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ফোর্স পাঠানো হয়। পরে দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।