শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
দারুণ জয় চেলসির, ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হারিয়ে
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে চেলসি
খেলার প্রথম ১০ মিনিটে প্রবল আক্রমণের যে ছাপ রাখে চেলসি, তা ক্রমেই কমে যায়। প্রথমার্ধে তারা গোলের উদ্দেশ্যে ৯টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে, সেটিও ভাবাতে পারেনি গোলরক্ষক এদুয়াঁ মঁদিকে।
খেলার ৬৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক।
২০২০-২১ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে মোট ১৪ ম্যাচে চেলসির জালে কোনো গোল হয়নি। যে কোনো দলের মধ্যে যা সর্বোচ্চ।প্রিমিয়ার লিগে রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে চেলসি।
ম্যাচের প্রথম দিকে সুযোগ পেয়ে যায় চেলসি। কিন্তু সেসার আসপিলিকুয়েতার ক্রস ৬ গজ বক্সের মুখে পেয়ে অবিশ্বাস্যভাবে ক্রসবারের ওপর দিয়ে পাঠান হাভার্টজ। ৩ মিনিট পর ডি-বক্সে একজনকে কাটিয়ে এই জার্মান মিডফিল্ডারের আরেক শট প্রতিরোধ করেন গোলরক্ষক।
পরের মিনিটে মিডফিল্ডার হাভার্টজ জিয়াশের কর্নারে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।