দাম ৫০ টাকা কমল , ১২ কেজি এলপিজি সিলিন্ডারের

সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে জানুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৭৯৫ থেকে কমে ৭৪০ এবং ৭৫০ ডলার থেকে কমে ৭১০ ডলারে নেমেছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জানুয়ারি মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২২৮ টাকা থেকে কমিয়ে এক হাজার ৭৮ টাকা করা হয়েছে। শুধু ১২ কেজি নয়, সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আজ সোমবার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

আজ সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

একই সঙ্গে কমেছে পরিবহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও কমানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৪ টাকা ৯৪ পয়সায় নির্ধারণ করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। গত ডিসেম্বর মাসে ৫৭ টাকা ২৪ পয়সায় অটো গ্যাস বিক্রি হয়েছে। লিটারে কমেছে প্রায় ২ টাকা ৩০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *