শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।
আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। এজন্য আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের ঘোষিত টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। আফ্রিকা সফরে তার থাকা না থাকা নিয়ে সম্প্রতি গুঞ্জন রটলেও সাকিবকে রেখেই টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি।
সফরে তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে টাইগাররা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।