শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের ফেসবুক পেজে নাটকটির একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘সাবিলা নূর যখন নিউজ প্রেজেন্টার’।
এমন ক্যাপশন দেখে অনেকেই ভেবেছিলেন সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছেন সাবিলা। তবে তার সংবাদ উপস্থাপনা নাটকেই সীমাবদ্ধ।
সাবিলা নূর ছোট পর্দার নিয়মিত মুখ । এই ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে সাবিলা নূর কে । তারই একটি নাটক হলো ‘শুধু তুমিময়’। এই নাটকে সংবাদ পাঠিকা রূপে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী। নাটকের দৃশ্য হলেও সাবিলার নতুন লুক দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
‘শুধু তুমিময়’ নাটকটিতে সাবিলার সঙ্গী হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সুমন পাটওয়ারী, আনন্দ খালেদ, মনিশাসহ অনেকেই।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।