মাত্র ৩ উইকেট হারিয়েই ভারতের ছুড়ে দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে ডিন এলগারের দল। যার সুবাদে সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান ২৪ পয়েন্ট পেয়েছে তারা।
শুক্রবার (১৪ জানুয়ারি) কেপটাউন টেস্টের চতুর্থ দিনকোহলি বাহিনীকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ২৪ পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত ১ম ইনিংস: ২২৩/১০ (৭৩.৩ ওভার) বিরাট কোহলি ৭৯, পূজারা ৪৩
জানসেন ৫৫/৩, রাবাদা ৭৩/৪
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২১০/১০ (৭৬.৩ ওভার) পিটারসেন ৭২, বাভুমা ২৮, জাসপ্রিত বুমরা ৪২/৫, শামি ৩৯/২, যাদব ৬৪/২
ভারত ২য় ইনিংস: ১৯৮/১০ (৬৭.৩ ওভার) পান্ট ১০০, কোহলি ২৯
লুঙ্গি ২১/৩, জানসেন ৩৬/৪, রাবাদা ৫৩/৩
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২১২/৩ (৬৩.৩ ওভার) পিটারসেন ৮২, এলগার ৩০, ভন ডার ডুসেন ৪১*, বাভুমা ৩২* শার্দূল ২২/১, শামি ৪১/১