শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
তৃতীয়বার শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে ১৫০ রানে থামে বরিশালের ইনিংসের চাকা। দলের পক্ষে সৈকত আলী ৫৮ আর গেইল করেন ৩৩ রান।বিপিএলের আসরে তৃতীয়বারের মত চ্যাম্পয়িন হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শ্বাসরুদ্ধকর ফাইনালে হেরেছে বরিশাল। এই ম্যাচে মাত্র ১ রানে বরিশালকে হারিয়ে কুমিল্লা তৃতীয়বার বিপিএলের শিরোপা জিতলো।
এর আগে ২০১৫ ও ২০১৯ সালে শিরোপা জিতেছিলো তারা। অপরদিকে, বিপিএলে ২০১২ ও ২০১৫ সালের পূণরাবৃত্তি ঘটিয়ে এবারও রানার্সআপ হয়েছিল বরিশাল।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুনিল নারিনের ৫৭ ও মঈল আলীর ৩৮ রানের কল্যাণে ১৫১ রানে ইনিংস গড়ে কুমিল্লা। টি-টোয়েন্টি ক্রিকেটে লড়াই করার মতো পুঁজি না হলেও তাদের দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ের কল্যাণে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা
বিপিএলে তৃতীয়বার শিরোপা জিতলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।