খেলার খবর :
বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন বলে দক্ষিণ আফ্রিকা সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের জানিয়েছেন জালাল ইউনুস।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ দলের জন্য তিন কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। সেঞ্চুরিয়নে বাংলাদেশের খেলা দেখতে যাওয়া বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল তামিম ইকবালের দল। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা জিতলেও শেষ ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে সেই রান ৯ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ।
বিদেশের মাটিতে এমন ঐতিহাসিক জয়ের পরই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন বলে দক্ষিণ আফ্রিকা সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের জানিয়েছেন জালাল ইউনুস।