তাত্ত্বিক কবি মোঃ আবুল কাশেম ( কবি পরিচিতি )

কবি পরিচিতি

 

তাত্ত্বিক কবি মোঃ আবুল কাশেম জন্ম ২৫শে বৈশাখ ১৩৪৮ বঙ্গাবন্দ, ৯ই মে ১৯৪১ খৃঃ ১২ই রবিউল আউয়াল ১৩৬২ হিজরী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার অন্তর্গত বাঠইমুড়ি গ্রামে এক পীর পরিবারে জন্মগ্রহণ করেন।

 

পিতা-মরহুম পীর কায়মদ্দিন আহম্মেদ (কানুশাহ) ও মাতা-মরহুমা শাহানা আক্তার (সোনাভান)। তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল কাশেম সর্বকনিষ্ঠ। ১৯৬৩ সনে সরকারী চাকুরীতে প্রবেশ করেন এবং চাকুরীর সুবাদে রংপুরে আসেন।

কবির পড়াশোনা করেছেন গ্রামের বাড়ির অদূরে কলতা মাইনর স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত, এবং মানিকগঞ্জ ভিক্টোরিয়া হাই স্কুল থেকে ১৯৫৯ সালে ম্যাট্রিক পাশ করেন।

 

দেবেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরবর্তীতে রংপুর সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সনে বিয়ে করেন কুষ্টিয়া শহরে, স্ত্রী-বেগম হাবিবুননাহার। তিনি ২ কন্যা ও ১ পুত্রের জনক।

 

তারা হলেন-১ম কন্যা শাহনেওয়াজ কাশেম (কণা), ২ কন্যা-কানেতারীন কাশেম (কান্তা), পুত্র-এ.বি.এম হাবিবুল্লাহ বাহার (মাহিন), বাসা- রংপুর শহরে নিউ ইঞ্জিনিয়ারপাড়ায়। ছাত্র জীবন থেকে লেখা-লেখির চর্চা।

 

কর্মজীবনে এসেও সে অভ্যাস বাদ যায়নি মনন থেকে। নাটকচর্চার ক্ষেত্রেও তার পারদর্শীতা রয়েছে।

ছড়া, কবিতা রচনায় সনাতনী ষ্টাইলের সুস্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। কাব্য রচনায় আধুনিক কলা কৌশলকে পাশ কেটে চলেন।

 

প্রেম, প্রকৃতি, মানবতা এবং শ্রষ্টার সান্নিধ্য লাভ ইত্যাদি বিষয়াবলি তার কবিতার অনুপ্রাণিত হয়েছে বারবার। স্রষ্টার সন্ধান লাভ তার হৃদয়িক আকিঞ্চন।

 

প্রথম প্রকাশিত কবিতা গুচ্ছের সংকলন “সন্ধান’ তাকে যেমন পরিচিত করে তুলবে তেমনি পাঠককেও এক নতুন জগতের সন্ধান দিয়েছেন। বয়স ভারে নুয়ে পড়েছেন তবুও লেখা থেমে নেই।

 

তিনি পূর্ণ উদ্যমেই এগিয়ে চলেছেন। কবির প্রতি আমাদের হৃদয়িক স্নেহ ভালবাসা রইলো; সেই সাথে কামনা করি তার দীর্ঘায়ু।

শীর্ষনিউজ২৪.কম এর পক্ষ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *