তথ্য যাচাই চলছে ইউক্রেনে বন্দি ৫ বাংলাদেশির : পররাষ্ট্রমন্ত্রী

শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :

তথ্য যাচাই চলছে ইউক্রেনে বন্দি ৫ বাংলাদেশির : পররাষ্ট্রমন্ত্রী

আজ শনিবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সিএম তোফায়েল সামীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। সিলেট রত্ন ফাউন্ডেশন এ স্মরণসভার আয়োজন করে।

আটকে থাকা পাঁচ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে কি না জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত যিনি দায়িত্বে রয়েছেন, তাঁকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্ঘটনা (জাহাজে রকেট হামলা) হওয়ার পরপরই আমরা আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি।’

 

ইউক্রেনের ক্যাম্পে পাঁচ বাংলাদেশি বন্দি অবস্থায় রয়েছেন- রুশ দূতাবাসের এমন দাবির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

 

 

ইউক্রেনের আর্মি ক্যাম্পে বন্দী বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা ভিডিওতে দেখেছি। আমরা তাঁদের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তাঁরা (আটক বাংলাদেশিরা) বক্তব্য দিয়েছেন যে, তাঁদের জোর করে আটকে রেখেছে ইউক্রেন সরকার এবং তাঁদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই তথ্যটি আমরা যাচাই-বাছাই করার চেষ্টা করছি।’

 

 

নিয়মিত আপডেট পেতে

শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *