ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পিং ও বাইসাইকেল র‌্যালি

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পিং ও বাইসাইকেল র‌্যালি।

নীলফামারী প্রতিনিধি :- নীলফামারীতে জেলা প্রশাসনের আয়োজনে ‘আতংক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়’ শ্লোগানকে সামনে রেখে বাইসাইকেল র‌্যালি করা হয়েছে। মঙ্গলবার (২২ই আগষ্ট ) সকাল ১০টা ৩০ মিনিটে নীলফামারী জেলা প্রশাসন চত্বর থেকে সাইকেল র‌্যালির কার্যক্রম শুরু করা হয়।

জেলা প্রশাসনের কার্যালয়ে ক্যাম্পিং প্রচারণার উদ্ধোধন করা হয় , জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ বলেন, ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা দূর করাসহ এডিস মশার ওষুধ নিয়মিত ব্যবহার করার মাধ্যমে ডেঙ্গু মশা ধ্বংস করা যায়। নীলফামারীবাসীকে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানিয়ে জেলাবাসীকে সতর্ক থাকার জন্য ক্যাম্পিং প্রচারণার উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান, সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তফা মঞ্জুর ও জেলা তথ্য অফিসার আলমগীর কবির, নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববি সহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী একযোগে জেলা শহরের বিভিন্ন সড়ক বাই সাইকেল চালিয়ে র‌্যালির মাধ্যমে হুইসেল বাজিয়ে ডেঙ্গু থেকে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পিং প্রচারণা চালায়।

উল্লেখ্য, নীলফামারী পৌরসভার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শহর জুড়ে ফোকার মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা নিধনের জন্য স্প্রে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *