শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১০ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট পেয়েছে ১৮টি। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আবাহনীর জয় ১০ ম্যাচে ৭টি। ৭ ম্যাচ জিতে সমান ১৪ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে জায়গা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের।
শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) রবিন রাউন্ড পর্ব। এই পর্বে ১১টি দল ১০টি করে ম্যাচ খেলেছে। সুপার লিগ নিশ্চিত করেছে ৬টি দল। দলগুলো যথাক্রমে- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রাইম ব্যাংকের জয় ৬টি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব আর গাজী গ্রুপ ক্রিকেটার্স পেয়েছে সমান পাঁচটি করে জয়ের পেয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে সুপার লিগে।
এদিকে রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট টেবিলের শেষ তিনটি দল- ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিতি।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।