ট্রেনে কাটা পরে ৬৫ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু।
হালিম শেখ, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে লালমনিরহাট এক্সপ্রেস এ কাটা পরে পাবনার দিলপাশার ইউনিয়নের পুইবিল গ্রামের মোঃ আঃ সালাম মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খোজ নিয়ে জানা যায় মৃতঃ মোঃ আব্দুল সালাম পুইবিল গ্রামের মসজিদে ইমামতি করতেন ।
তিনি কোন একটা কাজে কৈডাঙ্গা বাজারে এসেছিলেন। কিন্তু তিনি যাবার সময় রেলব্রিজ দিয়ে পারাপার হচ্ছিলেন। ঘটনা স্থলে গিয়ে জানা যায় যে তিনি পারাপার হওয়ার সময় লালমনিরহাট এক্সপ্রেস এর লালমনিরহাট থেকে ঢাকা গামি ট্রেনটি ছেড়ে আসে ওই সময় তিনি কৈডাঙ্গা ২৪ নং ব্রিজে অবস্থান করছিলেন।
যদিও ট্রেনের ড্রাইভার ওনাকে দেখে গাড়ির হর্ণ বাজিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি শুনতে পারেননি। ট্রেনটি তার খুব কাছাকাছি আসলে তিনি সরে যেতেই তার মাথায় আঘাত লেগে ব্রিজের পিলারের উপর পরে যায় এরং ঘটনা স্থলেই তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনাটি ভাঙ্গুড়া থানা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাটি পরিদর্শন করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতঃ মোঃ আব্দুল সালাম (৬৫) লাশ তার পরিবারের মানুষের কাছে সমর্পণ করেন। তারা তাকে পারিবারিক ভাবে দাফন করবে বলে জানান।