শীর্ষ নিউজ টুয়েন্টিফোর নিউজ ডেস্ক :
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই অ্যান্ড্রয়েড ও ওয়েব সংস্করণের ব্যবহারকারীরাও ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। ‘স্পেসেস’-এর আলাপচারিতার ৩০ সেকেন্ডের অডিও রেকর্ড করতে পারবেন হোস্টরা; তারপর সেটা টুইটও করা যাবে। তবে ফিচারটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আইওএস প্ল্যাটফর্মে হচ্ছে বলে অডিও টুইট শোনার সুযোগ পাচ্ছেন কেবল আইওএস ব্যবহারকারীরাই।
নিজের অডিও রেকর্ড করে ফলোয়ারদের শুনানোর ফিচার নিয়ে আসছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। টুইটারের লাইভ আলাপচারিতার এই সেবার নাম দেয়া হয়েছে ‘স্পেসেস’। এটি থেকে ৩০ সেকেন্ডের অডিও ক্লিপ নিয়ে টুইট করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ব্যবহারীরা এই মুহূর্তে ‘টুইটার স্পেসেস’-এর ফিচারটি ব্যবহার করতে পারছেন না। আইওএস প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক হোস্ট এই পরীক্ষামূলক প্রকল্পে অংশ নিচ্ছেন।
এনগ্যাজেট বলছে, ‘স্পেসেস’ হোস্টরা অডিও রেকর্ড করার এই ফিচারটি পাচ্ছেন জানুয়ারি মাস থেকেই। ‘স্পেসেস’ আলাপের ছোট ছোট অংশ অডিও ক্লিপ আকারে টুইট করে অন্যান্য ব্যবহারকারীদের আলাপচারিতার কৌতুহল উদ্দীপক অংশ শোনার সুযোগ দিতে পারবেন হোস্টরা। এতে শ্রোতা সংখ্যা বাড়ানোর সুযোগও পাবেন ব্যবহারকারীরা।
নিয়মিত আপডেট পেতে
শীর্ষ নিউজ ২৪ এর সঙ্গে থাকুন।